বরিশালে ২৫০০ কেজি পলিথিনসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার
পরিবেশদূষণকারী বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত আক্কাস হাওলাদার ৫নং ওয়ার্ড পলাশপুর ৩নং মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, গভীর রাতে পলাশপুর এলাকায় র্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একই সঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/আরকে