ঘুরতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু
ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরফ্যাশন পৌরসভা গেটের নতুন বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—মো. নেছার উদ্দিন (১৮) ও মো. ইমন (১৭)। এ ছাড়া আহত হয়েছে মো. সিয়াম (১৯)।
এর মধ্যে নেছার উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মানিকা গ্রামের মো. ইলিয়াস হোসেনের ছেলে। ও ইমন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের নীলকমল গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। তারা বোরহানউদ্দিনের একটি মাদরাসার ছাত্র ছিল।
নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুরের দিকে ইমনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার নীলকমল ইউনিয়নে বেড়াতে আসেন নেসার ও আহত সিয়াম। পরে বিকেলের দিকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ঘুরতে বের হন। তারা চরফ্যাশন পৌরসভার এলাকার নতুন বাসস্ট্যান্ড-সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া নেছার উদ্দিন ও সিয়ামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে মারা যায় নেছার উদ্দিন। সিয়াম বর্তমানে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবার থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. খাইরুল ইসলাম/এএমকে