অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে একটি টহল দল এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে এমএস সামসুল আলম এবং এমএস বিশ্বাস ট্রেডার্স এই দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আফজালুল হক/জেডএস