শিক্ষার্থীদের ওপর হামলা : হাইমচরের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক ফখরুদ্দিন আলী আহমেদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ।
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন সুমন।
ওসি বলেন, সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আলগী এলাকা থেকে আটক করা হয়। তিনি ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনার যুক্ত ছিলেন। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।
এদিকে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থী আহছান হাবিব, মারিয়া আক্তার, সম্রাট হোসেন, রনি, মিরাজ, নাঈম হোসেন, খালেদা আক্তার এর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা সদর আলগী বাজারের বিসমিল্লাহ মোড়ে আসলে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।
এঘটনায় ১৭ আগস্ট হাইমচর থানায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম উল্লেখ করে এজাহারভুক্ত ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় তাকে আটক করা হয়।
আনোয়ারুল হক/এমএ