সাদিক আব্দুল্লাহসহ ৬১০ জনের নামে মামলার আবেদন
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সাত বছর পর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ৬ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বরিশালের মহানগর বিচারিক হাকিম আদালতে মামলার আবেদন করেন সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছরোয়ার হোসেন।
আদালতের বিচারক নুরুল আমিন নালিশি অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানিয়েছেন।
মামলার আবেদনে বাদীর অভিযোগ, ২০১৭ সালের ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় দলীয় কর্মসূচি পালনের জন্য সদর রোড দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সদর রোড পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রামদা, জিআই পাইপ, হকিস্টিক, চাইনিজ কুড়াল নিয়ে হামলা করে। মামলার প্রধান সাক্ষী বিএনপির দক্ষিণ জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁনকে পিস্তল ঠেকিয়ে মারধর করে। এছাড়াও অন্যান্য আসামিরা বাদীসহ বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে স্বর্ণালংকার, নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।মামলার আবেদনে আসামি করা হয়- বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অপর দুই ভাই সেরনিয়াবাত মইনউদ্দীন আব্দুল্লাহ, আশিক আব্দুল্লাহ। বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়া, উজিরপুরের সাবেক পৌর মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী, সাবেক সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন রিপন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইচ আহম্মেদ মান্না, সাবেক কাউন্সিলর রাজীব খান, সৈয়দ সামসুদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, খান মোহাম্মদ জামাল, সামজেদুল কবির বাবু, জয়নাল আবেদীন, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদারসহ নামধারী ২১০ জন। এছাড়াও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী হাফিজউদ্দিন আহমেদ বাবলু বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা করে মারধর, বিএনপির নেতাকর্মীদের গুরুতর ও সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএ