বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ঠিক করবে। এখানে কোনো দ্বিমত পোষণ করলে হবে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। সব প্রতিষ্ঠান সংস্কার করে নির্বাচনে যাব-এটা কোনো যুক্তি হতে পারে না।
তিনি বলেন, আমাদের সংস্কার প্রয়োজন আছে। কিন্তু সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার এমন কোনো জিনিস নয় যে আজকে সংস্কার করে তা তালাবদ্ধ করে রাখব। তারপর আগামী ১০, ২০, ৫০ বছরেও আর সংস্কার করবো না। সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী সংস্কার করা প্রয়োজন তা চিহ্নিত করতে হবে। সেগুলো সংস্কার করে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে-এটাই দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপি আয়োজিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে ‘বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মঈন খান এসব কথা বলেন।
১৯৭১ সালের ২৫ মার্চ যখন পাকিস্তানের হায়নারা এদেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তখন আওয়ামী লীগ কোথায় ছিল প্রশ্ন রেখে এই বিএনপি নেতা বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ভূমিকা রাখেনি। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম প্রথমে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ১৯৭১ সালের আওয়ামী লীগ কাপুরুষের মতো দেশের জনগণকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে আবারো সেই একইভাবে পালিয়েছেন। বাংলাদেশকে কারা রক্ষা করেছে সেই সঠিক ইতিহাস জানতে হবে। আওয়ামী লীগ কখনোই দেশের স্বার্থ রক্ষা করেনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ সালে প্রথম পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তিনি মহান স্বাধীনতার ঘোষণা দেন। আবার তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। এসবের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভুষিত হন। স্বাধীনতার পর আওয়ামী লীগ রক্ষীবাহিনী তৈরি করে ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। ৭২-৭৫ পর্যন্ত তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। দেশের মানুষ ৭ নভেম্বর আবারা জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে সেই বাকশালের হাত থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাকশালী জমিদারি প্রথা বিতাড়িত হয়। ৫ আগস্ট ছাত্র-জনতা বুকের রক্ত দিয়েছে নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য।
ছাত্রদের লেখাপড়া করার আহ্বান জানিয়ে আব্দুল মঈন খান বলেন, দেশের ১ নম্বর মুক্তিযোদ্ধা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইতিহাস জানতে পড়াশুনা করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, কেন্দ্রীয় সদস্য খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সাংবাদিক রাশিদুল ইসলাম প্রমুখ।
পরে সভাস্থলে মহানগর বিএনপির উদ্যোগে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘প্রথম বাংলাদেশ’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। সন্ধ্যায় জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মিলন/আরএআর