‘গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে। আমাদের সেই বিজয়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিই।
তিন বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পেছন থেকে নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান। তিনি কাজ করেছেন বলেই এই অভ্যুত্থান সম্ভব হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আইনবিষয়ক সম্পাদক বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে সিপাহি বিপ্লব ছিল সেই বিপ্লবের মাধ্যমে সমগ্র বাংলাদেশকে একটি ন্যায়-নীতি, আদর্শের গণতান্ত্রিক দেশ উপহার দিয়েছিল। কিন্তু আমরা সেই আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিব জান মিয়া, মুকসুদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান টুটুল, গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ সুমন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, গোপালগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদুল আলম রিপন, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়া বলেন, বিগত সরকার বিদায় নিলেও তাদের দোসররা নতুন করে আবারও পাঁয়তারা শুরু করছে। তবে তাদের বিএনপিতে জায়গা হবে না। দলের দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করা হবে। আপনারা যেভাবে দুর্দিনে পাশে ছিলেন ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও অটুট থাকবেন।
এএমকে