জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৭
পটুয়াখালীর বাউফলে দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বার (৬৫), আশিশ (৩০), আশিক (২৮)।
এরমধ্যে আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে আপন দুই ভাই রনজিত দাস ও মধু মেম্বারের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মধু মেম্বার ছোট ভাই রনজিত দাসের ওপর হামলা করেন। এ সময় উভয় পরিবারের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মধু মেম্বার বলেন, তিনি ও তার পরিবারের লোকজন দীর্ঘ বছর ধরে বিএনপি করেন। এ কারণে তার ছোট ভাই রনজিত তার ওপর ক্ষুব্ধ ছিলেন। বিএনপি করার অপরাধে বিগত দিনে রনজিত তাকে ও তার দুই ছেলে আশিষ ও আশিককে কুপিয়ে জখম করেন।
অভিযোগ অস্বীকার করে রনজিত দাস বলেন, আমি ও আমার পরিবারের কোনো লোক বড় ভাই মধু মেম্বারের ওপর হামলা করেনি। তার ভাই প্রথম হামলা করেছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে। কোনো রাজনৈতিক কারণে ঘটেনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
আরিফুল ইসলাম সাগর/এএমকে