‘সার কেলেঙ্কারির ঘটনায় জড়িত মাজহারুল বিএনপির কেউ না’
ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যা পরবর্তী কৃষি প্রণোদনার সার কেলেঙ্কারির ঘটনায় জড়িত মাজহারুল আহসান বিএনপির কেউ না বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা উত্তর বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে ধোবাউড়া প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এ সময় সার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে লিখিত বক্তব্যে অধ্যাপক আজহারুল ইসলাম কাজল বলেন, গত ৬ নভেম্বর জনৈক মাজহারুল আহসানের গোডাউনে সরকারি প্রণোদনার ৩১৫ বস্তা সার সিলগালা করে প্রশাসন। বন্যা পরবর্তী সময়ে কৃষকের প্রণোদনার সার নিয়ে কেলেঙ্কারির ঘটনায় বিএনপিসহ সকল বিবেকবান মানুষ মর্মাহত হয়েছে। কিন্তু এই ঘটনায় কিছু মিডিয়ায় বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়, যা উদ্দেশ্যমূলক। কারণ অভিযুক্ত মাজহারুল আহসান উপজেলা বিএনপির কেউ না। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজনু মৃধা উপজেলা নির্বাচন পরিচালনা করেছেন। কিন্তু ওই নির্বাচন বিএনপি বয়কট করেছিল। এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতাদের নামে অসংখ্য গায়েবি মামলা হলেও মাজহারুল আহসানের নামে কোনো মামলা হয়নি বরং তিনি আওয়ামী দুঃশাসনের সময় দাপটের সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। এই প্রেক্ষাপটে বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সার কেলেঙ্ককারির সঙ্গে জড়িত মাজহারুল আহসান এবং কৃষি অফিসার জড়িত থাকার ঘটনায় নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এ সময় ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর