দর্শনা দিয়ে ভারত থেকে ফিরলেন আরও ৭২ জন, একজনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দ্বিতীয় দিনে আরও ৭২ জন ভারত থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে এক নারী করোনা পজিটিভ বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনা চেকপোস্টে পৌঁছালে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ভারতফেরত ৭২ জনের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ জন নারী যাত্রী রয়েছেন। বন্দরে পৌঁছানোর পর তাদের করোনা পরীক্ষা এবং নানা আনুষ্ঠানিকতা চলে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীর করোনা শনাক্ত হয়।
দর্শনা চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা এবং পর্যায়ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে ৭১ জনকে বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসে চুয়াডাঙ্গার ভিরুল্লাহ এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয়। এই ৭১ জনকে পরবর্তী ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম জানান, সোমবার (১৭ মে) প্রথম দিন সন্ধ্যায় মাত্র ১১ জন ফিরলেও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশে প্রবেশ করেছেন ৭২ জন। এর মধ্যে ৭১ জনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুকারনি গ্রামের ওয়াহেদ মিয়ার মেয়ে সাবিনা খাতুনের (৩৫) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাবিনা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দর্শনা চেকপোস্ট দিয়ে আগত ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের জন্য গঠিত উপকমিটির সদস্য ডা. আওলিয়ার রহমান (এমওডিসি) বলেন, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতে আটকে পড়া ৭২ জন নারী-পুরুষ দেশে ফিরেছেন। এর মধ্যে এক নারীর করোনা শনাক্ত হলে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ৭১ জনকে চুয়াডাঙ্গা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভবনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আফজালুল হক/আরএআর