শেখ হাসিনা ফেরাউনের শাসন কায়েম করার চেষ্টা করেছিল : ফয়জুল করীম
ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শেখ হাসিনা দেশে ফেরাউনের মত শাসন কায়েম করার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আজীবন ক্ষমতায় টিকে থাকবে। তাই সে মানুষ হয়েও মানুষ হত্যার নেশায় মেতে উঠেছিল। কিন্তু তিনি ভাবতেও পারেননি আমার আল্লাহ চাইলে যে কোনো সময় যে কাউকে উপরে উঠাতে এবং নিচে নামাতে পারেন।
শুক্রবার (৮ নভেম্বর) চাঁদপুর শহরের পুরান বাজার স্টার আলকায়েদ জুট মিল সংলগ্ন বালু মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা শাখা এ মাহফিলের আয়োজন করে।
আরও পড়ুন
মুফতি ফয়জুল করীম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। এ অর্জন এসেছে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে। তাই এ অর্জন ধরে রাখতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যে যেই ক্ষমতা পাক না কেন, নিজেকে সেবক মনে করতে হবে। কোনো অবস্থাতেই অহংকার আনা যাবে না। মানুষের ভেতর যখন অহংকার বাসা বাঁধে তখন সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে।
মাহফিলে উদ্বোধনী বয়ান ও জুম্মার নামাজের জামায়াতে কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। এই মাহফিল চলবে আগামী রোববার (১০ নভেম্বর) পর্যন্ত। তিন দিনব্যাপী এই মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক ওলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।
আনোয়ারুল হক/এমএসএ