মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সিংগাইর উপজেলার ইরতা গ্রামের নূর হোসেনের ছেলে বাঁধন হোসেন (১৯) এবং জেলা সদরের গড়পাড়া গ্রামের পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। আহত লাদেন হোসেনের (১৮) বাড়িও ইরতা গ্রামে।
সিংগাইর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ইরতা গ্রাম থেকে একটি মোটরসাইকেলে ওই তিন তরুণ সিংগাইর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিংগাইর-ইরতা সড়কের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বাঁধন নিহত হন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহী রাতুল ও লাদেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত লাদেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক সোহেল মিয়া পালিয়ে গেলেও বিকেলের দিকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোহেল হোসেন/এমজেইউ