আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার, অধ্যক্ষের মুক্তির দাবিতে অবরোধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভও করেছেন তারা।
চান্দিনা মহিলা কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, এর আগে কোনো মামলা ছাড়াই কলেজের আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নিয়ে মোটা অংকের টাকা আদায় করার পরও মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। একই কৌশলে নিজ বাসা থেকে অধ্যক্ষকে তুলে নেয় জেলা গোয়েন্দা পুলিশ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পায় সেই বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি।
আরও পড়ুন
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে তার নাম না থাকলেও তিনি তদন্তে প্রাপ্ত আসামি।
আরিফ আজগর/এনএফ