এক চিঠির কারণে গলাচিপা-দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়েছে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেছেন, হঠাৎ এক চিঠির কারণে গলাচিপা-দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়েছে। ইতোমধ্যে বিএনপির দপ্তর সম্পাদক এই চিঠির ব্যাখ্যাও দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন। তারা অভিযোগ করেছেন, তারা কোথাও জনসভা, জনসংযোগ করতে পারছে না। আওয়ামী লীগের মতো বিএনপির নেতা-কর্মীরাও তাদের ওপর হামলা করছে।
তিনি আরও বলেন, এখন আপনারাই বলুন, গলাচিপা- দশমিনায় কখনো কোনো জোটের নেতা-কর্মী বিএনপির দ্বারা লাঞ্ছিত হয়েছে? আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলে যারা জাতীয়তাবাদী দলকে ছোট করেছে এবং যারা তারেক রহমানের বিরুদ্ধে গলাচিপা-দশমিনাকে দাঁড় করিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন, বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
এ সময় বিএনপি নেতা হাসান মামুন পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে থেকে কাউকে এই আসনে মনোনয়ন দিলে জনগণ মেনে নেবে না।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য আনোয়ারা শাহজাহান। এ ছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম চৌধুরী, সদস্যসচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরকে (ভিপি নুর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।
এরপর ২৯ অক্টোবর নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচন করার ঘোষণা দেন।
এমজেইউ