শেরপুরে ভারতীয় মদসহ দুই মাদককারবারি আটক
শেরপুরের নালিতাবাড়ীতে ৯টি ব্র্যান্ডের ৭৭৪ বোতল ভারতীয় মদ ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে নালিতাবাড়ী সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের ওসি মো. ছানোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমচূড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে মো. আলী হোসেন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার ও মাইক্রোবাস জব্দ করা হয়। একইসঙ্গে আশরাফুল ইসলাম ও আলী হোসেনকে আটক করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানুয়ার হোসেন বলেন, শেরপুর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও এএসপি নালিতাবাড়ী সার্কেলের নির্দেশে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
মো. নাইমুর রহমান তালুকদার/এমজেইউ