লালমনিরহাটের কালীগঞ্জে প্রথম নারী ইউএনও
লালমনিরহাটের কালীগঞ্জে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নিয়োগ পেয়েছেন একজন নারী। সিফাত আনোয়ার টুম্পা নামে এই নারী এর আগে তালতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এ ছাড়াও কালীগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসংগতি ও সার্বিক বিষয়াদি তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করার আহ্বান জানান।
গত রোববার জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন সিফাত আনোয়ার টুম্পা। কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা ঢাকা পোস্টকে বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। তবে নারী অথবা পুরুষ এটি আলাদা করে দেখার সুযোগ নেই। আমি সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।
আরও পড়ুন
প্রসঙ্গত, পটুয়াখালী জেলায় জন্ম নেওয়া সিফাত আনোয়ার টুম্পা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৩৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালকসহ বেশ কিছু জেলায় দ্বায়িত্ব পালন করেছেন।
নিয়াজ আহমেদ সিপন/এনএফ