আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে ধরিয়ে দিলেন স্থানীয় জনতা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাত ১২ টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মেহেরাজ উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বুধবার (৬ নভেম্বর) সকালে নিজ বসতবাড়িতে অবস্থান নিয়েছেন বিষয়টি টের পেয়ে যৌথবাহিনী রাত ১২ টায় তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় বাসিন্দা জামসেদ ও বেলাল ঢাকা পোস্টকে বলেন, মেহেরাজ দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান ছিল। সে ক্ষমতায় থেকে সাধারণ জনগণের জমি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজ (বুধবার) সকালে নিঝুম দ্বীপ ঢুকে তার অতীতের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করার চেষ্টা করেছে। নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আশাকরি মেহেরাজ গ্রেপ্তার হওয়ায় পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত মেহেরাজ উদ্দিন নিঝুমদ্বীপে অবস্থান করায় স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়। আমরা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। হাতিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এমটিআই