পুলিশ সদস্যের নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রংপুর থেকে রিপন মিয়া নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ট্রাকচালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কনস্টেবল রায়হান সরকারকে হত্যার অভিযোগ রয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন মঙ্গলবার রাতে রংপুরের গংগাচড়ার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কাগজীপাড়া থেকে ওই ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। রিপন মিয়া গাইবান্ধা সদর উপজেলার উজির ধরণীবাড়ি গ্রামের বাসিন্দা।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি অভিযানিক দল মঙ্গলবার রাতে গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কাগজিপাড়া থেকে ট্রাকচালক রিপনকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ২৬ অক্টোবর ৩০০ ফিট হতে কুড়াতলী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িচালক কনস্টেবল রায়হান সরকার ও লিয়াকত আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক কনস্টেবল রায়হান সরকারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাকচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে ট্রাকচালক হিসেবে মো. রিপন মিয়ার নাম উঠে আসে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম জানান, কনস্টেবল নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার রিপন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ