শ্বশুরকে কুপিয়ে জখম করায় জামাইকে পিটিয়ে হত্যা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শ্বশুরকে কুপিয়ে জখম করায় সর্ধেন শীল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শ্বশুর বিজয় শীলকে (৭৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নাপিতপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সর্ধেন শীল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেউধা গ্রামের কর্ম শীলের ছেলে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধে ২৫ দিন আগে সর্ধেন শীল তার স্ত্রী বাসন্তী রানী শীলকে নির্যাতনে করলে বাসন্তী বাবা বিজয় শীলের বাড়িতে চলে আসেন। স্ত্রীকে নেওয়ার জন্য দেন দরবার করলে স্ত্রী না যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাতে সর্ধেন শীল তার শ্বশুরবাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। শ্বশুর দরজা খুললে সর্ধেন শীল হাতে থাকা বঁটি ও হাঁসুয়া দিয়ে শ্বশুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় শ্বশুরের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সর্ধেন শীলকে আটক করে পিটুনি দেন। পরে বীরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত সর্ধেন শীলকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার শ্বশুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোহাগ/আরএআর