নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ড করে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতাকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে বহিষ্কারের এ বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজকর্ম করে দলের ভাবমূর্তি বিনষ্ট করার কারণে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য অকিলউদ্দিন ভূঁইয়া ও সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন খোকনকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
এ ব্যাপারে অকিল উদ্দিন ভূঁইয়া নিজেকে নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উল্লেখ করে বলেন, বিএনপিতে বহিষ্কার করতে হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করার নিয়ম। আমি জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের ডাকে সাড়া দিয়ে তাকে তোষামোদি না করায় যে বহিষ্কার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা আমাদের গঠনতন্ত্রের ধারা-৫ এর (গ) মতে অবৈধ। আমি এখনও বিএনপির বৈধ সদস্য।
অপরদিকে দেলোয়ার হোসেন খোকন জানান, আমি গিয়াসউদ্দিনের লাঠিয়াল বাহিনীর সদস্য না হওয়ায় আমাকে কয়েকদিন আগে এক মিথ্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন তিনি। গিয়াসউদ্দিনের ইশারায় থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে তা আমাদের দলের গঠনতন্ত্র মতে বৈধ না।
এফআরএস