অবৈধ সিসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা
অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার বড়বিলায় একটি কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ জরিমানা করেন।
অভিযুক্ত কারখানার মালিক আবদুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদাহ গ্রামের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে তিনি শ্রীকোল ইউনিয়নের বড় বিলা মাঠ এলাকায় অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে কৃষিজমি ও পরিবেশের ব্যাপকভাবে ক্ষতি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কারখানায় অভিযান পরিচালনা করে।
এ সময় কারখানা মালিককে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ও ১৫/১ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার একই কারখানায় ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব সিসা গলানোর কারখানা। এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো। এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হত স্থানীয় মানুষের, দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসল ও জমি।
তিনি বলেন, এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শুধু তাই-ই নয়, অবৈধ সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়তো পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় থেকে চলে আসছিল এই সব কারখানা।
এর আগে, গত মঙ্গলবার এ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরও কারখানার কার্যক্রম চলমান থাকার কারণে রোববার ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তাছিন জামান/এএমকে