৬ দফা দাবিতে বরিশালে আইএইচটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ
৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। রোববার (০৩ নভেম্বর) দুপুরে নগরীর বাঁন্দ রোডের চাঁদমারি এলাকায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাময়িক সময়ের জন্য নগরীতে যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে বক্তারা বিভিন্ন সময়ে যে বৈষম্যর শিকার হয়েছেন তার তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যর শিকার না হন সেই দাবি জানান। দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল আইএইচটি ৩য় বর্ষের শিক্ষার্থী মো. জিদান, মো. আবির হাসান, মো. মুকিম শেখ, ২য় বর্ষের আবু বক্কর সিদ্দিক, রাকিব বিশ্বাস প্রমুখ। সড়কে অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর