ছাত্র-জনতার মিছিলে হামলা : পাকুন্দিয়ার দুই চেয়ারম্যান কারাগারে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগের মামলায় দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে র্যাব-১ সিপিএসসি-এর সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
রোববার (৩ নভেম্বর) পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য ভিপি শফিকুল ইসলাম (৪৫) এবং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল (৩৮)।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে চলে যান।
র্যাব জানায়, গত ২০ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাকুন্দিয়া বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে অনেক ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মো. মোস্তফা বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার গ্রেপ্তার দুজন এজাহারভুক্ত আসামি।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এ দলটি আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে তাদেরকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমজেইউ