লেবাননে বিমান হামলায় নিহত নিজামের পরিবারে শোকের মাতম
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন (৩২) নামে নিহত হয়েছেন। নিজামের মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। তারা নিজামের মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
শনিবার (০২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চরৈ হাজমিয়া এলাকায় বিমান হামলায় নিজাম নিহত হন।
নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মৃত মো. আব্দুল কুদ্দুসের ছেলে। তারা দুই ভাই ,দুই বোন। তাদের বাবা-মা বেঁচে নেই ।
নিহত নিজামের বড় ভাই জালাল উদ্দিন জানান, তার ভাই ১২ বছর আগে জীবিকার তাগিদে লেবাননে যান। শনিবার রাতে তার মৃত্যুর খবর আসে। একমাত্র ভাইয়ের মরদেহ দেখতে চান তারা। সরকার যেন তার ভাইয়ের মরদেহটা দেশে আনার ব্যবস্থা করে দেয় এটি ছাড়া তাদের আর কিছু চাওয়ার নেই।
নিজামের বৃদ্ধা চাচি খোদেজা বেগম বলেন, আমার ভাতিজা ১২ বছর আগে লেবাননে যাওয়ার পর আর দেশে আসেনি। সরকারের কাছে অনুরোধ, আমার ভাতিজার লাশটা যেন এনে দেয়। আমি আমার ভাতিজার মুখটা দেখতে চাই।
নিজামের দুই বোন সায়েরা ও পারুল বেগমেরও একই দাবি। তারা তাদের ভাইয়ের মরদেহ দেখতে চান।
এদিকে নিজামের বাড়িতে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই তাদের বাড়িতে গ্রামবাসী ভিড় করেন। কখন মরদেহ আসবে তা জানতে চান তারা।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, তার ভাই জালালের মাধ্যমে তিনি নিজামের মৃত্যুর বিষয়টি জেনেছেন। তিনি নিজামের মরদেহ দেশে আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন
এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ শোকবার্তায় জানায়, লেবাননে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহামম্ম নিজাম উদ্দিন (পাসপোর্ট নং ইএফ-০৬২০০৪৩) শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিরয় এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হন। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মোক্তার এ বিষয়ে জানান, নিহত নিজামের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তার মরদেহ দেশে আনার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
মাজহারুল করিম অভি/এফআরএস