ভোলায় পুলিশের টিআরসি পরীক্ষায় অসদুপায়ের চেষ্টা, আটক ৩
ভোলায় পুলিশের টিআরসি প্রাথমিক বাছাই পরীক্ষায় অসদুপায় অলম্বনের চেষ্টাকালে এমরান (১৯) নামে এক পরীক্ষার্থী আটক করা হয়েছে। এ সময় তাকে সহযোগিতার দায়ে মো. তানজিন ওরফে সিয়াম (২৬) ও মো. তামিম (১৯) নামে আরও দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০২ নভেম্বর) বিকেলে ভোলা পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে।
আটক পরীক্ষার্থী এমরান ভোলার লালমোহন উপজেলার বদরপুর ৫ নম্বর ওয়ার্ডের ছলিমুদ্দিন হাওলাদার বাড়ির নাগর হাওলাদারের ছেলে।
এছাড়া তার সহযোগীদের মধ্যে সিয়াম ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাচ্চু জমাদার বাড়ির আব্দুল হান্নানের ছেলে এবং তামিম সদর উপজেলার চরনোয়াবাদ ৪ নম্বর ওয়ার্ডের মো.জাকিরের ছেলে।
জানা গেছে, পুলিশের কনস্টেবল (টিআরসি) পদে বাছাই পর্বের আজকে দ্বিতীয় দিন চলছিল। এ সময় অকৃতকার্য হওয়ায় এমরানকে সীল মেরে পুলিশ লাইন্স থেকে বের করে দেওয়া হয়। পরে ওই পরীক্ষার্থী পুলিশ লাইন্সের বাইরে গিয়ে অকৃতকার্য সিল উঠিয়ে অন্য আরেকটি কপি প্রিন্ট করে ফের পুলিশ লাইন্সে প্রবেশ করেন এবং বলেন যে তিনি দৌড়ে অংশ নেননি, তাকে যেন সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন
আরও জানা গেছে, পুলিশ পরবর্তীতে ওই পরীক্ষার্থীর কাগজপত্র যাচাই-বাছাই করার পর প্রমাণিত হয় তিনি ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন এবং তাকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে অসদুপায় অবলম্বনের দায়ে তাকে পুলিশ লাইন্স মাঠ থেকে আটক করে ডিবি ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পরীক্ষার্থী এমরান হোসেন টিআরসি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে সহযোগিতার প্রমাণ পাওয়ায় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মো. খাইরুল ইসলাম/এফআরএস