ত্রিশালে গার্মেন্টসের বাস উল্টে ১৪ শ্রমিক আহত
ময়মনসিংহের ত্রিশালে রাসেল গার্মেন্টসের শ্রমিকবাহী বাস উল্টে ১৪ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন– ত্রিশালের ধানিখলা চরকুমারী গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী ফাতেমা (৩৫), একই এলাকার মমতাজ (৩৫), শ্রীপুর বরমী এলাকার আ. মালেকের স্ত্রী নাজমা (৩০), ত্রিশাল পৌর এলাকায় খলিলের স্ত্রী সুখি (৩০) সহ অজ্ঞাত একজন।
আরও পড়ুন
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাসেল গার্মেন্টস কোম্পানির একটি বাস শ্রমিক নিয়ে ভালুকা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ত্রিশালে আসছিল। পথে চেলেরঘাট সেতু পেরিয়ে সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়। এতে ১৪ জন শ্রমিক আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পাঁচ জন বেশি আহত হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মো. আমান উল্লাহ আকন্দ/এসএসএইচ