‘সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি’
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার শাহ্ হামিদ স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
নুরুল ইসলাম নয়ন বলেন, দেশে নির্বাচন কমিশন থাকলেও আওয়ামী লীগ সরকার কোনো সফল নির্বাচন আয়োজন করতে পারেনি। যার ফলে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক মহলে নিষ্ঠুরতম স্বৈরাচার হিসেবে পরিচিত হয়েছে।
বিগত সময়গুলোতে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর প্রশাসন ছিল, আদালত ছিল, কিন্তু কোনো বিচার ছিল না। নিরাপত্তার অভাব ছিল সর্বত্র। এ সময়ে অনেকেই ছাত্রত্ব হারিয়েছেন, হয়েছেন অত্যাচার-নির্যাতনের শিকার। তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। এখন সময় এসেছে বিএনপির।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন আলী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান। প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন।
এই কর্মীসভায় নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতের পরিকল্পনা ও দিকনির্দেশনা দেন।
রিপন আকন্দ/এএমকে