সাবেক গণপূর্তমন্ত্রীর ফাঁসির দাবিতে বিক্ষোভ, আ.লীগের প্রতিবাদ
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আনন্দ মিছিল করেছে মাদরাসা ছাত্ররা। আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে তৌহিদি জনতার উদ্যোগে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার তৌহিদি জনতার উদ্যোগে পৌর মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন মাওলানা জুনায়েদ কাসেমী, মো. আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মো. তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমুখ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জানানো হয়, মোকতাদির চৌধুরী তার শাসনামলে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করেছেন। জামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলাসহ নির্বিচারে মাদরাসা ছাত্রদের হত্যা করেছেন। বিক্ষোভকারীরা মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি করেন।
এদিকে মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা ও তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
মাজহারুল করিম অভি/এমজেইউ