জয়পুরহাটের প্রথম নারী ডিসি আফরোজা আক্তার
জয়পুরহাট জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাট জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
আফরোজা আক্তার চৌধুরীর জন্ম মুন্সিগঞ্জ জেলায়। তিনি বগুড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করেন। ইউনির্ভাসিটি অফ উইমেন্স ফেডারেশন কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে বিবিএতে ভর্তি হন। সেখানে ২০০০ সালে বিবিএ ও ২০০১ সালে এমবিএ পাস করেন।
এরপর ২৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৫ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি।
আফরোজা আক্তার ২০১২ সালের জুন মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি উপপরিচালক হিসেবে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপসচিব পদে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি তিনি পরিকল্পনা বিভাগের উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, গত ২০ আগস্ট দেশের ২৫টি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। ওইদিন এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্বিতীয় প্রজ্ঞাপনে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীকে প্রত্যাহার করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। জয়পুরহাট জেলার সঙ্গে ওই প্রজ্ঞাপনে দেশের ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া ও চাঁদপুরের ডিসিকে প্রত্যাহার করার কথা বলা হয়।
এরপর গত ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সেখানে বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইদুজ্জামানকে জয়পুরহাটের ডিসি হিসেবে বদলি করা হয়। পরে ১১ সেপ্টেম্বর সেই আদেশ স্থগিত করা হয়। এরপর আজ বুধবার আফরোজা আক্তারকে জয়পুরহাটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তিনি এই জেলার ৩১তম ডিসি হিসেবে যোগদান করবেন।
চম্পক কুমার/এএমকে