পিরোজপুরে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সড়ক বিভাগ
পিরোজপুরে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ, আল্লামা সাইদী ফাউন্ডেশন ও এর আশপাশ এলাকায় চালানো হয় এ অভিযান।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্মসচিব আব্দুল লতিফ খান।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, পিরোজপুর সড়ক বিভাগের অধীনে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ, আল্লামা সাইদী ফাউন্ডেশন ও এর আশপাশ এলাকায় সড়কের দুই পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস।
শাফিউল মিল্লাত/এএমকে