রমেকের নবনিযুক্ত অধ্যক্ষের বদলির দাবিতে বিক্ষোভ
রংপুর মেডিকেল কলেজের (রমেক) নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানের বদলির দাবিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিল শেষে নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে তার কক্ষ থেকে বের করে তালা দেওয়াসহ অধ্যক্ষের কক্ষের সামনে ব্যানার ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষের দায়িত্ব পাওয়া ডা. মাহফুজার রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন বিকৃতির অপচেষ্টাকারী, স্বৈরাচার আওয়ামী লীগের আজীবন দোসর ও সুবিধাভোগী। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত সাবেক উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে তারা রমেকের ক্যাম্পাসে দেখতে চান না।
আন্দোলনকারীরা আরও জানান, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য রংপুর মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার জাহানকে অপসারণ করা হয়েছে। অথচ অধ্যক্ষের দায়িত্ব পাওয়া ডা. মাহফুজার রহমান আওয়ামী আমলে কট্টর আওয়ামীপন্থি থাকায় উপাধ্যক্ষ ছিলেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে অধ্যক্ষ পদে পদায়ন করায় সাধারণ শিক্ষার্থীরা হতাশ হয়েছে।
আন্দোলনকারী মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অধ্যাপক ডা. মাহফুজার রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্রের পাশে ছিলেন না। বরং আন্দোলনের কারণে তিনি সাধারণ ছাত্রদের ওপর চড়াও হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের দোসর ডা. মাহফুজার রহমানকে রংপুর মেডিকেল কলেজে আমরা দেখতে চাই না। অবিলম্বে তাকে বদলি করা না হলে চিকিৎসক, কর্মচারী, শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান বলেন, অধ্যক্ষ হিসেবে আমার দুইবার পদোন্নতি পাওয়ার কথা থাকলেও আওয়ামী লীগের আমলে সেটি হয়নি। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। এবার আমাকে যোগ্য মনে করে স্বাস্থ্য অধিদপ্তর অধ্যক্ষ পদে পদায়ন করেছে। সকালে শিক্ষার্থী-চিকিৎসকরা ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন। এরপর ৫ থেকে ৭ জন বিএনপিপন্থি চিকিৎসক এসে আমাকে কলেজে দেখতে চায় না বলে মিছিল করেছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সারোয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। সেই সঙ্গে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ এবং সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক পদে পদায়ন করা হয়।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ