ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ জেলেকে গ্রেপ্তার করে সাতদিন কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিখৈল ৫টার দিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত পরিচালনা নির্বাহী হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
কারাদণ্ড হওয়া জেলেরা হলেন- আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মো. সাদ্দাম হোসেন (৩২), খোকন খান (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার ব্যাপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)।
তারা সদরপুরের চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ইউনিয়নের ও মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
অভিযানে জেলেদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ সদরপুর উপজেলার কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
নির্বাহী হাকিম আলী মামুন জানান, আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
জেডএস