হাসানাত আব্দুল্লাহর শ্যালকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক কাজী মফিজুল ইসলাম কামালের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। মফিজুল ইসলাম কামাল বরিশাল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
সোমবার (২৮ অক্টোবর) বরিশাল নগরীর ৯নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আশিক চৌধুরী কোতয়ালী মডেল থানায় কামালসহ ২৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
অন্যরা হলেন- গরিব ৯নং ওয়ার্ডের চকবাজার এলাকার হারুন অর রশিদের ছেলে মো. রাব্বি (২৬), মৃত আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর (৫০) ও কবির (৪৫)। এলেম খাঁর স্ত্রী হালিমা বেগম (৪০), ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার আব্দুল কাদের মল্লিকের ছেলে কালাম মল্লিক (৪৮) এবং ভাটিখানা এলাকার মাওলানা মজিদের ছেলে আবুল হাসান কুদ্দুস (৫৩)। এছাড়া অজ্ঞাত ২০ জন।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সঙ্গে নগরীর বিউটি সিনেমা রোড এলাকায় দীর্ঘদিন ধরে আশিক চৌধুরীর সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ২৬ অক্টোবর দুপুরে আশিক চৌধুরী শ্রমিক নিয়ে তার জমিতে থাকা পুরাতন জিনিসপত্র পরিষ্কার করছিলেন। এ সময়ে কাজী মফিজুল ইসলাম কামালের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে কাজে বাধা দেয় এবং শ্রমিক মিরাজকে মারধর করে। হামলাকারীরা জানিয়ে যায়, সম্পত্তি ভোগ দখলে নিতে হলে কাজী মফিজুল ইসলাম কামালকে ২০ লাখ টাকা দিতে হবে।
আশিক চৌধুরী বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে যায় টাকা না দিলে আমাদের তারা খুন করে ফেলবে। এ ব্যাপারে কাজী মফিজুল ইসলাম কামালের মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
সৈয়দ মেহেদী হাসান/আরকে