নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু, গুনতে হলো জরিমানা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু রাখায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মালিককে জরিমানা করা হয়েছে। এসময় বরফকলে পাওয়া সব বরফ ধ্বংস করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার দানারদোল ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।
জানা যায়, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলমান। এ সময় নিষেধাজ্ঞাভুক্ত এলাকায় সব বরফ কল বন্ধ থাকারও বিধান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দানারদোল ঘাটে অবৈধভাবে চালু রাখা একটি বরফকলে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান। এসময় বরফকলে প্রাপ্ত সব বরফ ধ্বংস করা হয়। মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বরফকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
হাসিব/এসএম