সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে চালকের বাড়ি ভস্মীভূত
খুলনায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে এরশাদুল শেখ নামে এক ব্যক্তির বাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার (১৭ মে) সকালে তেরখাদা উপজেলার রামমাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালক এরশাদুলের মা লাইলি বেগমের হাত-পা আগুনে পুড়েছে। এতে নগদ অর্থসহ প্রায় চার লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত সিএনজিচালক এরশাদুল শেখ ঢাকা পোস্টকে জানান, সকালে হঠাৎ সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সিএনজি এবং পুরো বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে সব কিছুই শেষ হয়ে গেছে তার। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাড়ি ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় লাইলি বেগম নামে এক নারীর হাতের তালু ও পা কিছুটা পুড়ে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদ মিলন/আরএআর