সোনারগাঁয়ে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোনারগাঁয়ে একটি চুন তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকার আতাউর রহমান নামের এক ব্যক্তির চুন তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সাকিল মন্ডল, এসআই সেলিম আহমেদসহ পুলিশ সদস্য ও তিতাসের কর্মকর্তারা।
সাকিল মন্ডল বলেন, দীর্ঘদিন যাবত পিরোজপুর এলাকায় তিতাসের মেইন লাইন থেকে ৫০০ ফুট দূরে অবৈধভাবে সংযোগ নিয়ে চুন তৈরির কারখানা চালিয়ে আসছিল। তাই অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মো. মীমরাজ হোসেন/এমজেইউ