কুমিল্লায় নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কমিল্লার চৌদ্দগ্রামে আবুল হাসেম নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মধ্যম ফাল্গুন করা রবি টাওয়ারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল হাসেম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলী ছেলে।
কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল নিশাত তাবাসসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নিহত আবুল হাসেম চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ফাল্গুন করা এলাকার রবি কোম্পানির মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় আবুল হাসেমের মুখ, হাত এবং পা গামছা দিয়ে বেঁধে তাকে হত্যা করে মুখ থেঁতলে দিয়ে পালিয়ে যায় তারা।
সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, শনিবার ভোরে আবুল হাসেমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিআইডি ও পিবিআই বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।
আরিফ আজগর/এফআরএস