খুলনায় বজ্রপাতে প্রাণ গেল নারীর
খুলনায় বজ্রপাতে লাকি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলার কেওড়াতলা এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত লাকি লক্ষীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আহতরা হলেন—উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন আহত হন। সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুজ্জামান বলেন, শনিবার দুপুরে ভুট্টোর চিংড়ি ঘেরে চারজন ব্যক্তি শেওলা বাছাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, বৃষ্টি চলাকালে বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
পাইকগাছা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) তুষার কান্তি দাস ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতে ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদ মিলন/এএমকে