সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলে আটক
সুন্দরবনের পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খালে বিষপ্রয়োগ করে মাছ শিকার করার সময় ২ জনকে আটক করেছে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের ইসহাক সরদারের ছেলে ইয়াকুব সরদার ও মুন্সিগঞ্জ গ্রামের মমতাজ মোড়লের ছেলে শহিদুল মোড়ল।
বৃহস্পতিবার ভোরের দিকে বুড়িগেয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ওই দুই জেলেকে হাতেনাতে আটক করে।
এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, ব্যবহার নিষিদ্ধ ভেষালী জাল ও আহরণকৃত চিংড়ি মাছ জব্দ করে আভিযানিক দল। তবে খবর টের পেয়ে জেলেরা বিষের বোতল নদীতে ছুড়ে ফেলে।
ইব্রাহিম খলিল/পিএইচ