অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ মর্গে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- তসলিমা আফরোজ (৪০), নাজিফা সালসাবিন (৩০) ও মো. লোকমান (৫৩)।
এই ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে ৩টার মধ্যে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে (২৫) তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে। নিযার্তন সহ্য করতে না পেরে পাঁচলাইশ মডেল থানার কসমোপলিটন আবাসিক এলাকায় অবস্থিত তার শ্বশুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
আত্মহত্যা পরবর্তী সময়ে ভিকটিমের শ্বশুরবাড়ির লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে তারা হাসপাতালের মর্গে মরদেহ রেখে কৌশলে পালিয়ে যান।
আরও পড়ুন
এ ঘটনায় ভিকটিমের ভাই শাহনেওয়াজ (৩৫) বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দুজন ভিকটিমের স্বামীর বোন ও অপরজন ভগ্নিপতি।
এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আরএমএন/পিএইচ