৬ দিন পর চালু হলো সোনামসজিদ স্থলবন্দর
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ (মঙ্গলবার) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয় সোনামসজিদ স্থলবন্দরে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার হয়েছেন।
মো. আশিক আলী/এএমকে