দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭.৫৬, বেড়েছে জিপিএ-৫
সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
দিনাজপুর বোর্ড সূত্রে জানা যায়, এবার মোট ৬৬৫টি কলেজের ২০৪টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৭৯৯ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ৮৬ হাজার ৯৫৪ শিক্ষার্থী। এ বছর পাসের হার ও জিপিএ-৫ গতবারের তুলনায় বেড়েছে। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৮। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৪৫৯ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন।
আরও পড়ুন
এই বোর্ডে ১৫টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এ বছর ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৯৭। আর ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ০১। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ জন ও ছাত্রীর সংখ্যা ৮ হাজার ১১০ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ জন। অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা ১৯ হাজার ১৫৩ জন। একজনও পাস করেনি এমন কলেজের সংখ্যা ২০টি।
এসএসএইচ