সম্প্রীতি ধরে রাখতে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী কাজ করছে
বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এ সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি।
সোমবার (১৪ অক্টোবর) সেনা জোনের উদ্যোগে জোন মাঠে এ সহায়তা দেওয়া হয়।
এসময় তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এ উৎসবটি শান্তিপূর্ণভাবে পালন করতে সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
পরে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ১৯টি বৌদ্ধ বিহার ও অসহায়-দরিদ্র বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মধ্যে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান জিএসও-৩, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ।
প্রসঙ্গত, বুধবার (১৬ অক্টোবর) শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
এসএসএইচ