টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কায় চালকসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে অটোরিকশায় বাসের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় অরিণ ট্রাভেলস পরিবহনটি সজোরে অটোরিকশায় ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মন্ডলের ছেলে শওকত মন্ডল ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। নয়ন পূজা উপলক্ষ্যে তার শ্বশুরবাড়ি সল্লায় বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ও আহতরা শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজামণ্ডপ থেকে অটোরিকশায় সল্লা ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ ৮ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালক শওকত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় পথে তারও মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বলেন, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসেরচালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে।
অভিজিৎ ঘোষ/আরকে