নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মিরাজ উদ্দিন (২৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বুড়িরচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ উদ্দিন হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাইফুল মার্কেট এলাকার বাসিন্দা নবীর ডুবাইর ছেলে।
স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বী বলেন, মিরাজ নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। নৌকায় থাকা অন্যেরা বজ্রপাতের বিষয়টি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান। পরে তারাই নিহত মিরাজকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যুর খবর শুনেছি। তবে নিহত ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কিছু জানানো হয়নি।
হাসিব আল আমিন/এফআরএস