হারিয়ে যাওয়া ৭১টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
মেহেরপুরে হারিয়ে যাওয়া ৭১টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
পরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, জেলার তিন থানায় করা পৃথক সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারানো মোবাইলগুলোর মধ্যে সদর থানার ১৭টি, গাংনী থানার ৩১টি এবং মুজিবনগর থানার ২৩টি মোবাইল উদ্ধার করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো উদ্ধার সম্ভব হয়েছে।
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, ইন্সপেক্টর বাদল, সদর ট্রাফিক টিআই ইসমাইল হোসেন, সাব ইন্সপেক্টর মনিরুজ্জামান মিলন, কনস্টেবল তাহের, মো. আব্দুল জাব্বারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকতারুজ্জামান/এনএফ