সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বন্য শূকরের আক্রমণে আহত ৩
সুন্দরবনের পার্শ্ববর্তী লোকালয়ে বন্য শূকরের আক্রমণে তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বনের কাছাকাছি এলাকায় কাজ করার সময় আকস্মিকভাবে বন্য শূকরটি তাদের ওপর আক্রমণ করে। এসময় স্থানীয়রা শূকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতরা হলেন– শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বারেক হাওলাদারের তিন ছেলে গ্রাম পুলিশ কবির মোল্লা (৩৮), ওমর মোল্লা (৩২) ও মাসুদ মোল্লা (২৮)।
এলাকাবাসী জানান, প্রায়ই সুন্দরবন থেকে লোকালয়ে শুকরের পাল এসে ফসলি জমি নষ্ট করে। মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে একটি দলছুট শূকর উত্তর তাফালবাড়ি গ্রামের কবির মোল্লার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে। তখন কবির মোল্লা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায় সেটি। এসময় তার চিৎকার শুনে তাকে রক্ষা করতে ছোট দুই ভাই এগিয়ে এলে শূকরটি তাদেরও আক্রমণ করে। পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন
শূকরের আক্রমণে আহত কবির মোল্লা বলেন, সুন্দরবনের কাছে আমাদের বাড়ি হওয়ায় মাঝেমধ্যেই বন থেকে বাড়িতে শূকর চলে আসে। দুপুরে একটি শূকর রান্নাঘরে ঢুকে পড়লে সেটাকে তাড়িয়ে বনে পাঠানোর চেষ্টা করি। শূকরটি ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে। আমি ও আমার দুই ভাই আহত হয়েছি।
সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বন্য শূকর এসে তিন জনের ওপর আক্রমণের খবর পেয়েছি। শূকরটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে।
বন্য শূকর লোকালয় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ধারণা করছি খাবারের খোঁজে হয়ত শূকরটি লোকালয়ে পথ ভুলে এসেছে।
শেখ আবু তালেব/এসএসএইচ