ছাদ থেকে ফেলে হত্যা, রিমান্ডে ৫ জন
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র লুৎফর হোসাইন রুবেলকে হাত-পা-মুখ বেঁধে চারতলা ছাদ থেকে ফেলে হত্যার মামলার ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার ও মঙ্গলবার কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালেন বিচারক শেখ গোলাম মাহবুব শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অলোক রায়।
তদন্ত কর্মকর্তা এসআই অলোক রায় ঢাকা পোস্টকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামির ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত তাদের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া শহরের নারকেলতলা এলাকার বনফুড বেকারির সামনে থেকে গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রুবেলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন নিহতের বাবা শহিদুল মন্ডল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় রুবেলের রুমমেট ও মেসমেটদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন— হৃদয় হোসেন (১৮), রাইসুল ইসলাম (১৯), রাব্বি হোসেন (২২), আনিসুর রহমান অনিক (১৯) এবং তাহসান রশিদ নাবিল (১৯)।
রাজু আহমেদ/এনএফ