অধ্যক্ষের অপসারণের দাবিতে ফের সড়ক অবরোধ
দুর্নীতিবাজ, দালাল,অবৈধ, ফ্যাসিস্ট, আওয়ামী দোসর ও ক্ষমতার অপব্যবহারকারী আখ্যা দিয়ে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন পাটোয়ারীকে অপসারণের দাবিতে ফের মহাসড়কে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাবুয়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসে আন্দোলনকারীদের নিয়ে আলোচনা করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
মাহতাব উদ্দিন পাটওয়ারীর অপসারণের দাবিতে এর আগেও একাধিকবার মানববন্ধন করা হয়েছে।
নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গ্রাফিক্স ডিজাইন তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, আমরা অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটোয়ারীর পদত্যাগ চাই। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এবং নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল কার্যক্রম স্থগিত থাকবে।
আরও পড়ুন
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে প্রশিক্ষণার্থীদের সাথে খারাপ আচরণ করেন। লটারির মাধ্যমে ভর্তির নিয়ম থাকলেও টাকার বিনিময়ে সরাসরি ভর্তি নেন।
হাসিব আল আমিন/এনএফ