বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন আক্রান্ত ১০২ জন
বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬ অক্টোবর) রাতে সোহাগ (২৭) নামের ওই রোগী বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হলো।
গতকাল মারা যাওয়া সোহাগ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এরমধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ১৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, পটুয়াখালীর অন্যন্য হাসপাতালে ১০ জন, ভোলায় ১৯ জন, পিরোজপুরে ৬ জন, বরগুনায় ২৫ জন ও ঝালকাঠিতে ৬ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩ হাজার ২৯৬ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার জন।
এদিকে চলতি বছর বরিশাল বিভাগে ২২ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১৬ জন, বরগুনায় ২ জন, পটুয়াখালীতে ১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ভোলায় ১ জন ও পিরোজপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে